শাহজাহান ঠাকুরের প্রিয় সরাইল নিয়ে ষ্ট্যাটার্স
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , ২২ নভেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ফেসবুকে এক আবেগঘন ষ্ট্যাটার্স দিয়েছেন সরাইলের সন্তান ড. শাহজাহান ঠাকুর আজ রোববার (২২ নভেম্বর) তাঁর সামাজিক যোগাযোগ ফেসবুকে দেওয়া ষ্ট্যাটার্স বলেন, মসনদ এ আলা ঈশা খাঁ ও বিপ্লবী উল্লাসকর দত্ত।সরাইল পরগনা তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান। ঈশা খাঁর জন্ম-বৃদ্ধি সরাইল সদরে, আর উল্লাসকরের জন্ম কালীকচ্ছ দত্তপাড়ায়।
তাঁদের মানবিক গুণাবলি ও নির্ভীক সংগ্রমের কাহিনি পড়ে বিস্মিত অভিভূত হয়ে যাই। গর্বে বুকটা ফুলে ওঠে, তাঁরা আমাদের পূর্বপুরুষ !!!এই দুজন মহান মানুষের জন্মদিন উদযাপন, আর, তাঁদের নামে একটি বিশেষায়িত পাঠাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এব্যাপারে সরাইলের স্থানীয় বিশিষ্টজনেরা বিশেষ উদ্যোগ নিয়েকমিটি গঠন ও সংশ্লিষ্ট কাজ করে যাচ্ছেন। আমরা উক্ত প্রোগ্রাম হাতে নিয়েছি, প্রধানত তিনটি উদ্দেশ্য সামনে রেখে— (১) সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার গৌরব বৃদ্ধি, (২) পাঠাগারে জ্ঞানচর্চা ও গবেষণা করা। (৩) পাঠাগারটি কেন্দ্র করে সরাইলের অভিজাত সুশিক্ষিত শ্রেণি (এলিট সোসাইটি)-কে একত্রিত করা। প্রতিটা ইউনিয়ন থেকে কয়েকজন, সর্বমোট ১০০ জনকে “আজীবন সদস্য পদমর্যাদা” দেওয়া হবে। আর, সাধারণ সদস্য করা হবে ১০০০ জনকে।তিনি আরো বলেন,সম্প্রতি নানান হাঙ্গামা দৃষ্টে মনে হয়েছে, অবিলম্বে এই এলাকায় মোটিভেশান ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি- বিস্তার করা আবশ্যক। আশা করছি, সমমনা উৎসাহী নারীপুরুষ ও জনপ্রতিনিধিরা নিজ এলাকা ও পরিবেশ উন্নয়নের স্বার্থে আমাদের কাজে সাহায্য সহায়তা দান করবেন। শুভেচ্ছা রইলো।
আপনার মন্তব্য লিখুন