১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

কসবায় অপহরণ মুক্তিপণ দাবি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

​​​​​মোবারক হোসেন চৌধুরী নাছির , কসবা- ব্রাহ্মনবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা খাড়েরা ইউনিয়ন খেওড়া গ্রামের মো: খাইরুল ইসলাম পিতা: মো: ইসমাইল গত ০২/০১/২০২১ ইং তারিখ তার বাড়ি থেকে বিকাল ৪.৩০ ঘটিকায় খাড়েরা বাজার তার নিজস্ব দোকানে মটর সাইকেল গেরেজে যায়। গেরেজ থেকে বাড়িতে ফিরে না আসায়। তার ভাই সহ আত্মীয় স্বজন সকল স্থানে খোঁজা খোঁজা করিয়া না পাইয়া তার ভাই মো: আল মামুন কসবা থানায় একটি নিখোঁজ সংত্রুান্ত ডায়েরী করে। যাহার ডায়েরী নং- ৯৩ তাং- ০২/০১/২০২১ ইং।

একেই তারিখে কোম্পানী কামান্ডার র‌্যাব-১৪, সি পি সি -৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ বিষয়টি অবহিত করেন। পরবর্ত্তীতে দেখা যায় থানায় আর একটি ৫ জন কে আসামী করে অপহরণ মামলা দায়ের কর সত্ত্বেও ৪ দিনে মো: খাইরুল ইসলাম কে উদ্ধার করা যায়নি এ নিয়ে প্রতিনিধি কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন এর সাথে কথা বললে তিনি এ প্রতিনিধি কে জানান – আসামী ধরার চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো: আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান আসামী গ্রেফতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে অপহরণ ব্যক্তি মা, বাবা, বোন আত্বীয় স্বজন আহাজারি তে বাতাস বারি হয়ে আসছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন