১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মানুষ ব্রহ্মণবাড়িয়ার মাখন মিয়া ! (ভিডিও)

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ , ৬ মে ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

পৃথিবীর সবচেয়ে ভারী বা মোটা মানুষের তালিকায় প্রথম ছিলেন মিশরের নারী আহমেদ আব্দেল আতি। তার ওজন ছিলো ৫০০ কেজি। সম্প্রতি ভারতের একটি হাসপাতালে তার অস্ত্রপচার হওয়া তার ওজন কমে দাঁড়িয়েছে ২৫০ কেজিতে। সে অনুপাতে বর্তমানে পৃথিবীর সবচেয় ভারী বা মোটা মানুষ ব্রহ্মণবাড়িয়ার বাসিন্দা মাখন মিয়া। তার ওজন ২৭৫ কেজি বলে জানিয়েছেন তিনি।
বিবিসি বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে মাখন মিয়া বলেছেন, ঢাকায় এই সমস্যা নিয়ে অনেক ডাক্তার দেখালেও কোন লাভ হয়নি। দেশের বাইরে চিকিৎসা নিতে হলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা মাখন মিয়ার নেই।
মাখন মিয়া বলেন, ‘ছোটবেলায় শরীরিকভাবে স্বাভাবিক ছিলাম। ২০ বছর বয়সেও একটু বেশি স্বাস্থ্যবান ছিলাম। কিন্তু স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারতাম । ২০০৩ সালে আমি ঢাকাতে টনসিলের অপারেশন করার পর থেকে ওজন বাড়তে থাকে। দেশে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। পরর্বীতে তারা আমাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আমার অর্থিক অবস্থা ভালো নয় জন্য কোথাও যেত পারিনি।’
ওজনের নির্ভরযোগ্য সত্যতা জানতে চাইলে মাখন বলেন, ‘বছরখানেক আগে একবার ওজন মেপেছিলাম। তখন ওজন ছিলো আড়াইশ’ কেজির মতো। যেহেতু শরীর আরো বাড়ছে তাতে আমি নিজেই বুঝতে পারি ওজন এরকমই হবে।’
চলাচলে প্রায় অক্ষম মাখন মিয়া একশ’ ফুট থেকে দেড়শ’ ফুটের বেশি চলাচল করতে পারেন না। তিনি বলেন, ‘এ অবস্থায় আমি কোন কাজ করতে পারি না। আমার ভাইয়েদের ও অন্যান্যদের সাহায্যে কোনভাবে স্ত্রী সন্তান নিয়ে বেঁচে আছি।’
মাখন মিয়ার বর্তমান বয়স ৩৬ বছর।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2017
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন