২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে বাধা ও হামলা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে বাধা দিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করেছেন গুলশানারা চৌধুরী নামে এক নারী।

বুধবার দুপুরে শহরের উত্তর মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। গুলশানারা ওই এলাকার আমিনুল চৌধুরীর স্ত্রী। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রকৌশল সার্ভিস শাখা) প্রকৌশলী শফিকুল হকের নেতৃত্বে একটি দল উত্তর মৌড়াইলে অভিযানে যায়। অভিযান চলাকালে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় গুলশানারা চৌধুরী নামে এক নারী তার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে বাধা দেন। এক পর্যায়ে তিনি প্রকৌশলী শফিকুল ও তার সঙ্গে থাকা দুইজনকে মারতে উদ্বত হন। এসময় আশপাশের বাড়ি থেকেও নারীরা এসে গুলশানারার সঙ্গে যোগ দেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রকৌশল সার্ভিস শাখা) শফিকুল হক বলেন, গুলশানারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে তিনি বাধা দেন এবং আমাদেরকে মারার জন্য উদ্বত হন। তার সঙ্গে আশপাশের নারীরাও এসে আমাদের ঘিরে ধরেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে গুলশানারা পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আখন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থে যায়। তবে ওই নারী পালিয়ে গেছেন। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন