মিয়ানমারের ওপরে নিষেধাজ্ঞা আরোপে কুটনৈতিক চাপ চায় বিএনপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
রোহিঙ্গাদের সংকট সমাধানে বাধ্য করতে মিয়ানমারের ওপরে প্রয়োজনে ‘নিষেধাজ্ঞা আরোপে’ জোরালো কুটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাতে এক মতবিনিময় সভায় দলের মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন,আজকে সিদ্ধান্ত একটাই, মিয়ানমারকে বাধ্য করতে হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য।গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের প্রতিনিধিদের সঙ্গে ২০ দলীয় জোটের এই মতবিনিময় সভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যান পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের এডভোকেট এম এ রকীব, খেলাফত মজলিশের অধ্যাপক আহমেদ আবদুল কাদের, ন্যাপের জেবেল রহমান গানি, জাগপার রেহানা প্রধান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম বক্তব্য রাখেন।হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের গৌতম চক্রবর্তী, জন গোমেজ, বৌদ্ধ সম্প্রদায়ের ম্যা মা চিং, সুশীল বড়ুয়া, উদয় কুমার বড়ুয়া, ঝন্টু কুমার বড়ুয়া প্রমূখ নেতৃবৃন্দও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।জোটে নেতাদের মধ্যে এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফর রহমান, মুসলিম লীগের শেখ জুলিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএলর সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন ছিলেন।বন্ধুত্ব একমুখী হয় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,মিয়ানমার সরকারের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে হবে আন্তর্জাতিকভাবে, দুর্ভাগ্য আমাদের যারা ঘনিষ্ঠ বন্ধু তারা মিয়ানমারের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে।
আপনার মন্তব্য লিখুন