বিজয়নগরে ওয়াকার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কংগ্রেসকে সামনে রেখে বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার মির্জাপুরে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ও ভূপেষ চৌধরী গনগ্রন্থাগার চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পার্টির সম্পাদক এডভোকেট কাজী মাসুদ আহমেদ। উপজেলার সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সাধারন সম্পদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি এডভোকেট মোঃ নাসির মিয়া। সম্মেলনে বক্তারা সামাজিক নায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন