১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আজ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , ১৪ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আজ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। ট্রান্সফিউশন মেডিসিনের জনক হলেন কার্ল ল্যান্ডসটেইনার । ১৮৬৮ সালের ১৪ জুন তিনি জন্মগ্রহণ করেন। ১৪ জুন হল তার জন্মদিন। তিনি ১৯০০ সালে মতান্তরে ১৯০১ সালে ব্লাড গ্রুপের নির্ণয় পদ্ধতি আবিষ্কার করেন। এর আগে রক্তদানের বিষয়টি মোটেও সহজ ছিল না। গ্রুপ নির্দিষ্ট ছিল না।

উনি ১৯৩০ সালে এ বি ও ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। তাঁর জন্মদিনকে স্মরণ করে প্রতিবছর এই দিনে রক্তদাতা দিবস পালন করা হয়। এ দিনটিতে রক্তদাতাদের উৎসাহিত করা হয়।যাদের বীরত্বপূর্ণ ত্যাগের বিনিময়ে মুমূর্ষু রুগীর মুখেও হাসি ফিরে আসে । তাঁদের জানায় আজকের এই শুভ লগ্নে আন্তরিক শুভেচ্ছা।

বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ “সন্ধানী”।বাংলাদেশের প্রধান শহরগুলোতে সন্ধানীর কার্যক্রম পরিচালিত হয়। ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রথম যাত্রা শুরু করে সন্ধানী ।

 

স্বেচ্ছায় রক্তদান হল—একটি সামাজিক আন্দোলন

১৯৭৭ সালে হঠাৎ একদিন ঢাকা মেডিকেল কলেজের এক বন্ধু সন্ধানীর সদস্যদের কাছে ছুটে এসে বললেন, ‘বাবার অপারেশন করতে হবে, জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন।’ পেশাদার রক্তদাতাদের অনিরাপদ রক্ত গ্রহণের ভয়ে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিলেন নিজেরাই রক্ত দেবেন।

এর ফলে ২ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের অধ্যাপক ডা. আবদুল কাদেরের সহায়তায় বাংলাদেশের প্রথম ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র আয়োজন করে সন্ধানী। সন্ধানীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইদ্রিস আলী মঞ্জু সবার আগে রক্তদান করেন। মেয়েদের রক্তদান কার্যক্রমে যুক্ত করতে প্রথম রক্ত দিলেন তৃতীয় বর্ষের ছাত্রী হোসনে আরা লাকী। সবার সহযোগিতায় ঐতিহাসিক ওই দিনে ২৭ ব্যাগ রক্ত সংগ্রহ করা হলো।

এই মহতী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এবং স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপদানের লক্ষ্যে ১৯৯৫ সালে দিনটিকেই ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ হিসেবে প্রতিবছর সরকারিভাবে পালন করার ঘোষণা দেয় সরকার। সমাজসেবায় অবদানের জন্য ২০০৪ সালে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটিকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন