১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ , ১০ জুন ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ কসবার বাবুল মিয়া নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট,কখনোবা সচিব বলেও পরিচয় দিতেন। আর এই ভুয়া ম্যাজিস্ট্রেট কিংবা সচিব পরিচয় দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ আশপাশের বিভিন্ন স্থানে প্রতারণা। এই ধান্ধাবাজি করতেন করতে অবশেষে ফাঁসলেন খোদ এনএসআই’র হাতে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর দুইটার দিকে জেলা শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে মোঃ বাবুল নামের ওই প্রতারককে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা। এই বাবুল মিয়া নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট,আবার কখনোবা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। সে জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের কালসার গ্রামের গোলাম রাব্বানীর পুত্র।

এনএসআই সূত্রে জানা গেছে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে নিজেদেরকে সচিব ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জেলা শহরের ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। বাবুল ওই প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার দুপুরে জেলা শহরের টি.এ রোডস্থ ফকিরাপুল এলাকায় দু’জন ফুটপাত ব্যবসায়ীর কাছে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে তিন হাজার টাকা আদায় করে নেন এই প্রতারক বাবুল। পরবর্তীতে এনএসআই সদস্যরা স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে প্রতারক বাবুল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ফুটপাতের হকারদের কাছ থেকে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদা তুলছিলেন বাবুল। পরে এনএসআই সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
#

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন