১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে, করোনা রোগীর পলায়ন!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ , ৯ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী কেফায়েত উল্লাহ (৩৮) পালিয়ে গেছেন। তিনি জেলার সরাইল উপজেলার টিঘর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের পুত্র। গতকাল সোমবার দুপুরে আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার বিকালের পরই হাসপাতালের সেবাকর্মীরা বুঝতে পারেন, ওই রোগী নির্ধারিত ওয়ার্ডে নেই। এরপর এদিক-ওদিক খোঁজাখুঁজির পর বুঝতে পারেন যে, সেই রোগী পালিয়ে গেছেন। এমনকি ওই রোগীর পরিবারের লোকেরাও জানান, তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটা দায়সারাভাবে সদর মডেল থানায় একটি জিডি করে বসে আছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এদিকে এমন কঠিনতম সময়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে করোনায় আক্রান্ত রোগীর পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা শহরজুড়ে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে করোনা হাসপাতালের দায়িত্বরতদের বিরুদ্ধে উঠেছে দায়িত্বে অবহেলার অভিযোগ।

২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করাসহ এখানকার নিরাপত্তা আরও জোরদার করতে জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা উপ-পরির্দশক (এসআই) আবদুল সামাদ বলেন, ‘ওই রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। আক্রান্ত রোগীকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। সে সঙ্গে হাসপাতালে পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন