১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে দু জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ৮ জুন ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নিজস্ব প্রতিবেূকঃ আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে দু জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এখান থেকে গত ৬/০৬/’২০ তারিখে সুমন মিয়া এবং বাপ্পি সরকার নামে দু’জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেইসাথে তাদেরকে সার্জিক্যাল মাস্ক, লেবু, কালিজিরা, এলাচ, দারুচিনি ইত্যাদি দ্রব্যসামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয় এবং কমপক্ষে ২ সপ্তাহ তাদেরকে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেয়া হয়।বর্তমানে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। কর্তৃপক্ষ জানান তারাও শারীরিকভাবে অনেক সুস্থ ২/৩ দিনের মধ্যেই করোনা পরীক্ষা পরবর্তী তাদেরকে রিলিজ দেয়া হবে।
প্রতিষ্ঠার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলাবাসীকে নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। এই করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপজেলাবাসীকে স্বাস্থ্য সেবা প্রদান করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং নিরন্তর শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন