১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ডেস্ক রিপোর্টঃ করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের স্থানীয় কাউতলী স্টেডিয়াম মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৭৫ জন প্রতিবন্ধীর পরিবারের কাছে প্রত্যেককে ১০ কেজি চালসহ ডাল, ছোলা, চিনি, আলু ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ড্রিম ফর ডিসএ্যাবিলিটির প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না, ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মো. হায়াৎ উদ দৌলা খান জানান, আমরা এই করোনা সংকটে প্রতিবন্ধী পরিবারের প্রতি খেয়াল রাখছি, এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন