আতিয়া মহলে চার জঙ্গির মরদেহ মিলেছে : সেনাবাহিনী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ , ২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ চার জঙ্গির মরদেহ মিলেছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটে ‘অপারেশন টোয়াইলাইট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে আতিয়া মহলের ভিতরে আর কেউ নেই। তবে অভিযান চলবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্যারা-কমান্ডোর অভিযানে নিহত দুই জঙ্গির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার এ দুই জঙ্গি প্যারা-কমান্ডো অভিযানে নিহত হয়।
আপনার মন্তব্য লিখুন