ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তর করার প্রস্তাবনা পাঠানো হয়েছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তর করার প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে। এই হাসপাতালটি শহরের প্রধাণ সড়কের উপর অবস্থিত। এর সীমানা সংলগ্ন অন্তত ২০টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল রয়েছে। রয়েছে জেলার সোনালী ব্যাংকের প্রধান শাখা, ২টি মসজিদ, একটি প্রাইভেট ব্যাংক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, খাবারের হোটেল-বেশ কয়েকটি মিষ্টির দোকান, কয়েকটি বেকারী, শপিং সেন্টার, কাঁচা বাজার, ফলের দোকান, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইন্সিটিটিউ সেন্টার, নার্সদের কোয়ার্টার, চিকিৎসকদের কোয়ার্টার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। আবাসিক এলাকা রয়েছে হাসপাতালটিকে ঘিরে এবং সবচেয়ে ব্যস্ততম এলাকা হাসপাতাল রোড। এছাড়া রয়েছে অসংখ্য ওষধের দোকান। অতীতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য অত্যন্ত বিচক্ষনতার সাথে যে কোন বিষয় সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়টি নিয়ে মানুষের মাঝে আতংক বিরাজ করছে। সিদ্ধান্তটি পুর্ন বিবেচনা করার দাবী মানুষের।
আপনার মন্তব্য লিখুন