একদিনে কোরোনা ভাইরাসেে মৃতের সংখ্যা ১৮ গুজব সৃষ্টিকারী জামায়াত নেতা আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ , ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
চাঁদপুরে একদিনে কোরোনা ভাইরাসেে মৃতের সংখ্যা ১৮ জন বলে ফেসইবুকে গুজব ছড়িয়ে কৃত্রিম আতঙ্ক সৃষ্টিকারী চাঁদপুর জেলার গাছতলা পীর সাহেবের ছেলে জামায়াত শিবিরেেে নেতা মোহাম্মদ মাকসুদ কে আটক করেছে ডিটেকটিভ ব্রাঞ্চ চাঁদপুর জেলা। দেশের এই ক্রান্তিলগ্নে জামায়াত-শিবির ফায়দা লুটার জন্য ফেসইবুকে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারেের চেষ্টা করছে। এ বিষয়েে দেশবাসীকে সাবধানে থাকতে হবে।
আপনার মন্তব্য লিখুন