স্বাস্থ্য বিভাগের অন্তরণ থাকার নির্দেশ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ায় ছয় প্রবাসীকে অর্থদণ্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ , ২০ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
স্বাস্থ্য বিভাগের অন্তরণ থাকার নির্দেশ অমান্য করায়
♦ ব্রাহ্মণবাড়িয়ায় ছয় প্রবাসীকে অর্থদণ্ড ♦
‘প্রবাসফেরত ব্যক্তিদের টানা ১৪ দিন অন্তরণে থাকতে হবে।’ স্বাস্থ্য বিভাগের এ নির্দেশনা উপেক্ষা করে অবাধে বিচরণ করার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছয়জনকে অর্থদণ্ডে দণ্ডিত করাসহ স্বগৃহে অন্তরণ থাকার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তদের দুইজন সদর উপজেলা তথা জেলা শহরের, একজন বাঞ্ছারামপুরের এবং অপর তিনজন আখাউড়া উপজেলা এলাকার। তাদের থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,জেলা শহরের পূর্বপাইকপাড়া মহল্লার ওমান থেকে অাসা শম্ভু সাহা,সিঙ্গাপুর থেকে অাসা দীপ্ত সাহা, আখাউড়া উপজেলা সদরের দুর্গাপুর গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র বাহরাইন থেকে অাসা রাসেল মিয়া, স্থানীয় জাহানারা হক মহিলা কলেজের অধ্যক্ষ লণ্ডন থেকে অাসা মো. শাহজাহান, ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ গ্রামের মো. নূরুল ইসলাম খন্দকারের পুত্র ইতালী থেকে আসা নোমান খন্দকার এবং বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামের ওমান থেকে মো. মনির হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে প্রকাশ, ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জেলা শহরের পাইকপাড়ায় অভিযান চালিয়ে শম্ভু সাহাকে ২০ হাজার এবং দীপ্ত সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা দুর্গাপুর গ্রামের রাসেলকে ১০ হাজার, মো. শাহজাহানকে ১০ হাজার এবং আগেরদিন বুধবার বিকেলে ছতুরাশরীফ গ্রামের নোমানকে করেন পাঁচ হাজার টাকা জরিমানা। একইদিন দুপুরে জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন সারোয়ার রূপসদী গ্রামের মনির হোসেনকে করেন পাঁচ হাজার টাকা জরিমানা। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককেই গৃহ অন্তরণে থাকার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
আপনার মন্তব্য লিখুন