আজ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর ২৬তম মৃত্যুবার্ষিকী টাইমস পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার কিংবদন্তি অগ্নিপুরুষ ও বাংলাদেশের চার খলিফারদের মধ্যে অন্যতম খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, সাবেক ডাকসুর জি,এস, এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের প্রাণের স্পন্দন শ্রদ্ধেয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ।
সংক্ষিপ্ত জীবনীঃ
আব্দুল কুদ্দুছ মাখন ১৯৪৭ খ্রিস্টাব্দের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালের বঙ্গবন্ধুর ৬ দফা দফা আন্দোলনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭০ সালে তিনি ডাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের জন্য তিনি চার খলিফাদের অন্যতম খলিফা হিসেবে খ্যাত হন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাংলাদেশের জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করে। ১৯৭৩ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৪ সালে ১০ ফেব্রয়ারী জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মৃত্যুবরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া টাইমস পরিবার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এই দিনে তার আত্মার মাগফেরাত কামনা করি।
আপনার মন্তব্য লিখুন