ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা অন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালুসহ, বিজয় ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
৷
ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা অন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালুসহ বিজয় ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম। শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন, নারী সংগঠক নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, জেলা নাগরিক ফোরামের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া শাহিন, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম, ওয়ার্কার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার শাখার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন