ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফয়জুল আজিম এর বিরুদ্ধে সরকারি নিয়ম নীতির না মেনে মির্জাপুর টু হরষপুর রাস্তার দুইটি মূল্যবান গাছ অবৈধ ভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে । ওসি ফয়জুল আজীম এ অভিযোগ অস্বীকার করেন।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি জানান, বিজয়নগর উপজেলার সামীম মিয়া লিখিত ভাবে ওসির গাছ কাটার বিষয়টি জানিয়েছেন।আমি খোঁজ নিয়ে এ বিষয়টি নিশ্চিত হয়েছি।কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। গাছ কাটার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। আগামী মিটিং এ সিদ্ধান্ত হবে।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খাঁন বিপিএম,পিপিএম বার বলেন, বিজয়নগর থানার ওসির গাছ কাটার বিষয়ে শুনেছেন বিষয়টি তদন্ত করা হবে।
আপনার মন্তব্য লিখুন