সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজুল কবীরের মায়েয় মৃত্যুতে এমপি মোকতাদির শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ এর উপদেষ্টা,বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-
আহবায়ক লায়ন এটিএম ফয়েজুল কবীরের মায়ের প্রয়াণে গভীর শোক
প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামলীগ সদস্য জেলা আওয়ামীলীগ
সভাপতি,বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ শোক জানান। এসময় তিনি
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের
প্রতিও গভীর সমবেদনা জানান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজুল কবীরের মায়েযর
মৃত্যুতে তিআসের শোকসভা অনুষ্ঠিত
তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ এর উপদেষ্টা,বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-
আহবায়ক লায়ন এটিএম ফয়েজুল কবীরের মায়ের প্রয়াণে গভীর শোক
প্রকাশ করেছে তিতাস আবৃত্তি সংগঠন। গতকাল শুক্রবার সকালে শহীদ
ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক শোকসভার মধ্য দিয়ে এ শোক প্রকাশ করা
হয়। এসময় তিতাস আবৃত্তি সংগঠনের
কর্মী,সংগঠক,শিল্পি,প্রশিক্ষণার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা
পালন করেন। এসময় অন্যান্যের মাঝে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ
আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির
হোসেন,তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিছারক বাছির
দুলাল,আবৃত্তি সংগঠক সাইদুল ইসলাম,আতিকুল ইসলাম
সুজন,সোহাগ রায়,আরফানুল হক সুজন,আইরিন ফেরদৌসি
পপি,তাসলিমা রুবী,স্কুল শিক্ষক তফছিরুল ইসলাম,ফাহমিদা
বেগম,সাকিল আহমেদ,সংস্কৃতিকর্মী আশিকুল ইসলাম,আনিসুর
রহমান,রেজাই রাব্বী,বাদল দেবনাথ।
মনির হোসেন
ব্রাহ্মণবাড়িয়া
আপনার মন্তব্য লিখুন