আশুগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমানের সমর্থনে বন্ধুমহলের মত বিনিময় সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
নিজস্ব প্রতিবেদক॥ আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সারাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকরি কমিটির সদস্য মোঃ মজিবুর রহমানের সমর্থনে মত বিনিময় সভা করেছে মজিবুর রহমানের হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের ৯২ ও ৯৩ সালের ব্যাচের বন্ধুমহল।
৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সোনারামপুরে মজিবুর রহমানের নিজস্ব বাস ভবন গ্রিন টাওয়ারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বন্ধুমহল বিশিষ্ট ব্যবসায়ী তারেক আল রহমান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ২ (সারাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকরি কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান।
সভায় বন্ধুমহল বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বন্ধুমহল আশুগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু মোসা, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ কামরুল সরকার, যুবলীগ নেতা ইদ্রিস আলম, হিমেল, মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার, সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম মাসুম, বন্ধুমহল হাজী ফেরদৌস ও এনামুল হক কাজলসহ স্থানীয় বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন মজিবুর রহমানের সমর্থনে তারা বন্ধুমহল সবর্দা তার পাশে থাকবেন বলে জানান।
আপনার মন্তব্য লিখুন