লেবানন আওয়ামী লীগ সভাপতি বাবুল মুন্সী অসুস্থ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
জহির রায়হান, লেবানন থেকে : লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সী অসুস্থ। হাতে প্রচন্ড ব্যাথা অনুভূত হওয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
বাবুল মুন্সী গত শুক্রবার (৩১ আগস্ট) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বাসায় পাঠিয়ে দেন। বর্তমানে তিনি নিজ গৃহে বিশ্রামে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে তিনি ব্রাহ্মণবাড়িয়া টাইমসকে জানিয়েছেন।
বাবুল মুন্সীর অসুস্থতার কথা শুনে লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শাখা কমিটির অনেক নেতাকর্মীরা তাঁকে দেখতে যান। এ সময় অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তাঁরা।
বাবুল মুন্সী তাঁর সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
আপনার মন্তব্য লিখুন