‘বেপরোয়া’র টাইটেল গানে বিন্দাস রোশান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ , ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে রোশান ও ববি জুটির প্রথম ছবি ‘বেপরোয়া’। কলকাতার রাজা চন্দ পরিচালিত ছবিটির টিজার প্রকাশ হয়েছে গেল বুধবার। টিজারেই বেশ প্রশংসিত হয়েছেন রোশান। প্রায় দেড় মিনিটের টিজারে রোশান হাজির হয়েছেন মারাকাটারি অ্যাকশন হিরো হিসেবে।
সোমবার প্রকাশ হলো ছবিটির টাইটেল গান। ‘বেপরোয়া’ শিরোনামের গানে রোশানকে বিন্দাস হয়ে নাচানাচি করতে দেখা গেল। তবে গানেও বেপরেয়ার ছাপ রাখতে ভুল করেননি পরিচালক।
পরিচালক রাজা চন্দের কথায় মিউজিক করেছেন ডাব্বু। গেয়েছেন শক্রুজিৎ। গানটি প্রসঙ্গে রোশান বলেন, ‘আগেই বলেছি এ সময়ের দর্শকরা যে ধরনের ছবি পছন্দ করেন বেপরোয়া তেমন একটি ছবি। টিজার দেখে দর্শকরা প্রশংসা করছেন, গানটিও প্রশংসিত হবে। এরপর হলে গিয়ে দেখার পর আমার বিশ্বাস পুরো ছবিটিও দর্শকদের ভালো লাগবে’।
‘বেপরোয়া’র প্রথম গানে নেই নায়িকা ববির কোন উপস্থিতি। তবে শিগগিরর ছবির রোমান্টিক গানগুলোও প্রকাশ পাবে। যাতে দর্শকরা ববি আর রোশানের রোমান্স দেখতে পাবেন বলে জানান ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
ছবিটিতে ববি-রোশান ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।
আপনার মন্তব্য লিখুন