নাসিরনগরে সবজি ও মসলা উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণের উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
নাছিরনগর প্রতিনিধি: জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে সবজি ও মসলা উৎপাদন বিষয়ক’(১ আগষ্ট থেকে ২ আগষ্ট) দু‘দিনব্যাপি কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার কর্মশালার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না,স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। প্রশিক্ষণ কর্মশালায় ৩৩ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন