ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ ২১ মাদক ব্যবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ , ৯ এপ্রিল ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নারীসহ ২১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রাতে জেলা পুলিশের নেতৃত্বে উপজেলার মোগড়া, আখাউড়া দক্ষিণ, রেলওয়ে কলোনি, ছোটকুড়িপাইকাসহ বেশ কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও পাচারকারী রত্না বেগম, ধরণী দাস, ফারুখ, খোকন, রাজু, বাছির, কাকন, সঞ্জয় ভৌমিক, গৌতমসহ ২১ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিদেশী বিয়ার, স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় ৫ টি মামলা হয়েছে। আসামীদের জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন