লেবাননে মাদক ব্যবসায় জড়িত বাংলাদেশি আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ , ২৯ মার্চ ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
লেবানন থেকে জহির রায়হান: লেবাননে গত কয়েক সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযান চলছে। দেশটির অভ্যান্তরীণ নিরাপত্তা বাহিনি পরিচালিত এ অভিযানে আটক হয়েছে অনেক মাদক ব্যবসায়ী। এর ফলে আতঙ্কিত হচ্ছে সাধারন মানুষও।
গত ২৪, ২৫, ২৬ ও ২৭ তারিখে মার এলিয়াস, আল জিদানাহ এবং নাবা অঞ্চলে পরিচালিত অভিযানে বেশ কিছু মাদক ব্যবাসায়ী আটক হয়। আটক হওয়া ব্যক্তিদের সবাই বাংলাদেশি বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনির জেনারেল জানান, অভ্যন্তরীণ সিকিউরিটি ফোর্সের ইনফরমেশন ডিভিশনের তথ্যে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশে ইয়াবা নামে পরিচিত নেশা ট্যাবলেট লেবাননের যুবকদের মধ্যে ছ[ড়িয়ে দেওয়া হচ্ছে। যেটা ভবিষ্যতের জন্য অনেক বিপজ্জ্বনক ও বিভিন্ন ধরনের অসুস্থতার কারন।
আপনার মন্তব্য লিখুন