১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , ৩ মে ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যালয়ে  বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাভপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিন

জেলা শাখার সাধারণ সম্পাদক মহব্বত আল এহসান এর সঞ্চালনায় জেলা শাখার সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান মান্ননীর কোরআন তিলাওয়াত এর মধ্যে দিয়ে শুরু করে স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মহসিন।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সহ সভাপতি রুবেল মিয়া,নাসির নগর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ নাজিমুদ্দিন, বাঞ্চারামপুর উপজেলা সভাপতি মোহাম্মদ মুশাররফ  হোসেন,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন খাসনগরী ও জেলা সহ সভাপতি আব্দুল আজিজ এবং  জেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক  মাওলানা মুফতী জসিম উদ্দিন প্রমুখ সভা শেষে   শুরুহয় র‍্যালী। ব্রাহ্মণবাড়িয়া  রেলওয়ে স্টেশন চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন  ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ ও নবিনগর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর যুগ্ন সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল আব্বাস ও সাধারণ সম্পাদক মাওলানা সাবের হোসেইন নূরী

বৃষ্টিস্নাত পরিবেশে র‍্যালিতে অংশগ্রহণকারীগণ শ্রমিকের অধিকার সম্বলিত সুদৃশ্য টিশার্ট পরিধান করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহর প্রকম্পিত করে। এছাড়া র‍্যালিতে শ্রমিকের অধিকার নিয়ে সংগীত পরিবেশন করা হয়,

এবং সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিন এর সমাপনী বক্তব্য ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় আজকের আলোচনা সভা ও র‍্যালী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন