ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে কসবায় সাংবাদিক ফোরামের বিক্ষোভ ও মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
কসবা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও মুসলিম জনগণের উপর গণহত্যার প্রতিবাদে কসবায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল ২০২৫, সোমবার সকাল ১০টায় কসবা পুরাতন বাজার মুক্তিযোদ্ধা চত্বরের সামনে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়। সভায় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাছির, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বল, সহ-সভাপতি মোঃ ছাইদুল্লাহ, মোঃ ফোরকানুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ বেলাল সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা ইউনুস করীম হেলালী, মাওলানা হিজবুল্লাহ হেলালী, দেলোয়ার হোসেন জাইদি, মোঃ আক্তার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” তারা আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলো যেন ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়।”
সাংবাদিকরা প্রত্যয় ব্যক্ত করেন, “আমরা কলমযোদ্ধা হিসেবে এই অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে যুদ্ধে অংশ নেব, সত্য প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে গণজাগরণ ঘটাবো।
আপনার মন্তব্য লিখুন