ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ.
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ , ৭ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল থেকে সাধারণ ছাত্রজনতা ও তৌহিদী জনতার আয়োজনে টেংকের পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর, কালীবাড়ী মোড়, সরকারি কলেজসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাউতলী মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী বায়েজিদুর রহমান সিয়াম, মুহাইমিনুল আজবীন, ছাত্রদল নেতা মোকাররম হোসেন আদি, আরিফ বিল্লাহ আজিজী,
জুনায়েদ কাসেমী, আব্দুল্লা আল কাফী, মঈন শারদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র-জনতা ইসরাইলের বর্বরতা বন্ধের দাবি সহ বাংলাদেশে সকল প্রকার ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেন। এছাড়াও বক্তারা ইসরাইলি বর্বর হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোর নীরব ভূমিকা পাল করায় তীব্র নিন্দ জানিয়ে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে বিশ্বমঞ্চে ইজরাইলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান বিক্ষোভকারীরা।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, ইসলামি সংগঠনসহ রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
আপনার মন্তব্য লিখুন