১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি বিজন- সম্পাদক বাহারুল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

নিজস্ব রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা নির্বাচিত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে দুজন সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ নির্বাচনে আটজনকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন- সভাপতি মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি কুরুলিয়া পত্রিকার সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, যুগ্ম-সাধারণ সম্পাদক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল ও দপ্তর সম্পাদক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু ও ইস্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
আরও পড়ুন