ব্রাহ্মণবাড়িয়ায় গ্রীন ভিউ হাসপাতালে পিঠা উৎসব অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া:পিঠা উৎসব আমাদের আবহমান বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। শীত এলেই ঘরে ঘরে শুরু হতো পিঠা উৎসব। তবে আধুনিকতার ছোঁয়া আর নগরায়নের ফলে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটালে বনার্ঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় মোল্লা ভবনে গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটাল চত্বরে এই পিঠা উৎসবের আয়োজন করেন।
অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। স্টলগুলোতে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, গোলাপ পিঠা, ঝাল পিঠা, পদ্ম সেমাইসহ নাম না জানা অসংখ্য পিঠাপুলির আয়োজন ছিল।
গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ও পরিচালক গাইনি বিশেষজ্ঞ ডা. জিনিয়া খানের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. আবু হামেদ বাবু।
এসময় হাসপাতালে ম্যানেজার আবু নাসের, ওয়ার্ড মাস্টার রাজিব হোসেনসহ চিকিৎসক-নার্স ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন