১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল অন্নদা মোড়ের রাস্তায় ট্রাফিকের কাজ করছেন ছাত্র-জনতা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে সরাইল উপজেলা অন্নদা মোড়ে সাধারণ মানুষও শিক্ষার্থী দের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বুধবার (৭ আগস্ট) সকালে সরাইল উপজেলা অন্নদা মোড়ে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে এ দ মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে পরিবহন অন্যান্য যানবাহন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সড়কগুলো গুরুত্বপূর্ণ এ মোড় মিলিত হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লাগছে জট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টা এমোড়ে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে। এখানে একজনের সঙ্গে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন,এখন যেহেতু ট্রাফিক নেই, তাই সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সকাল থেকে এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছি। মানুষের জন্য এ কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।এদিকে সকাল থেকে কোথাও কোনো ট্রাফিক, পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন