জামালগঞ্জে ভুয়া তথ্যের বিরুদ্ধে অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ , ৬ মে ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জামালগঞ্জে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দাখিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল ১১ টায় সরেজমিনে জানা যায়, জামালগঞ্জে বিএডিসি ম্যানেজারের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে জমিতে পানি না দেওয়ায় সামছুন্নুর কামাল ও দায়িত্বে থাকা তার ছোট ভাই আলীনুরের বিরুদ্ধে শতাধিক কৃষক লিখিত অভিযোগ করেছে জেলা বিএডিসি সহকারী প্রকৌশলী বরাবর। গত ১০ তারিখে সুনামগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী (সেচ) বরাবর মো. জাকির হোসেন নামের এক ব্যক্তি প্রায় শতাধিক কৃষকের স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ দায়ের করেন। কদমতলী, গজারিয়া হাটি, আবুর হাটি, চানপুর সহ প্রায় ৮৩ জনের স্বাক্ষর বিভিন্ন ভাবে কৃষকদের কাছ থেকে বিভিন্ন কথা বলে, স্বাক্ষর নিয়ে অভিযোগ দাখিল করেন। পানি না দেয়ায় প্রতি বছরই পতিত থাকে প্রায় ২০ একর কৃষি জমি বলে অভিযোগ দাখিল করেন, ইহা সম্পূর্ণ সত্য নয়। প্রায় ৪ একর অধিক জমি অনাবাদী রয়েছে বলে জানা যায়। প্রতি (১কের) ত্রিশ শতাংশে ( প্রতি একর ১ শত) শতাংশ ১৫শ টাকা নেওয়া হয়। অভিযোগে ১৮শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দিতে হয় বলে উল্লেখ করা হয়েছে। এব্যাপারে – কদমতলীর ইসমাঈল, শামছু মিয়া, শেখ হাটির তাহমিন মাহবুব, গজারিয়া হাটি গ্রামের সুলতান বলেন, আমাদের কাছ থেকে অভিযোগের কথা গোপন রেখে স্বাক্ষর নিয়ে যায়, অভিযোগের দাখিল করা হয়েছে।
এব্যাপারে বিএডিসি ম্যানেজার সামছুন্নুর কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ও ম্যানেজারের দায়িত্বে থাকা আমার ছোট ভাই আলী নূরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে জেলা সহকারী সেচ প্রকৌশলীর বরাবর। তাছাড়া আমাদের বিরুদ্ধে কোর্টে একটি মামলাও করেছে ইন্নুছ আলী নামে এক কৃষক। আমাদের উপর আনা সকল অভিযোগ মিথ্যা।
আলী নূরকে জিজ্ঞেস করলে তিনি বলেন, যারা পানি চায় আমি তাদেরকে অবশ্যই পানি দেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জামালগঞ্জ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রিয়াশত আলী বলেন, বিএডিসি ম্যানেজারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আমি জানিনা, যদি কোন অনিয়ম হয়ে থাকে আমাকে কেউ অবগত করেনি। গত বছর আমিও ৭ একর জমি করেছি কোন অনিয়ম পাইনি। ভাল ভাবে কৃষক জমির ধান ঘরে তুলেছেন।
আপনার মন্তব্য লিখুন