জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সরাইলে ভূমিকম্প,অগ্নিকান্ড বিষয়ক মহড়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। রোববার(১০ মার্চ ২০২৪) সকালে উপজেলা প্রশাসনও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাছরিন সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর। র্যালী শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আলোচনা সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.নুর আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মকসুদ হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো.নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন, সরাইল ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাত, লিডার মতিউর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত বক্তারা বলেন,সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের মহড়া অনুষ্ঠানে করতে হবে। তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তারা আরও বলেন,মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ইউনিয়নসহ প্রান্তিক অঞ্চলে এই মহড়ার আয়োজন করা প্রয়োজন।মহড়ায় দেখানো হয় আগুনে ও ভবনধসে আটকে পড়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনার দৃশ্য। উদ্ধারকৃত ব্যক্তিদের এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বক্তারা বলেন,দুর্যোগ মোকাবলায় আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দুর্যোগ সহনীয় ব্যবস্থা গড়ে তুলেছে সরকার। র্যালিতে সরকারি কর্মকর্তা, কমান্ডগন, শিক্ষক শিক্ষার্থী,সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন