পাইকগাছার ৩টি করাত কলে জরিমানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ , ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥পাইকগাছার ৩টি করাত কলে জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, পরিবেশের মান উন্নয়ন ও পরিবেশ দুষণরোধে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন করাত কল (সমিল) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। এ সময় লাইসেন্স না থাকায় ৩টি করাত কলের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম।এসিল্যান্ড আরিফুজ্জামানকে বিদায় সংবর্ধনাপাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা ভূমি প্রশাসনের এ কর্মকর্তাকে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের পক্ষ থেকে মোঃ আরিফুজ্জামানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, সিএ হাবিবুর রহমান, প্রধান সহকারী আব্দুল বারি, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন, লতিফা আক্তার, কামরুল হাসান, কামাল হোসেন, জালাল আহম্মেদ, আনিছুর রহমান, অর্মত বিশ^াস ও জিয়াদুল্লাহ।
আপনার মন্তব্য লিখুন