ট্রাকের ধাক্কায় সরাইলে এক শিক্ষক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সরাইলে ট্রাকের ধাক্কায় আব্দুর রাহিম নামের এক মাদ্রাসার শিক্ষক মারা গেছেন।শনিবার (৩ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে সরাইল-লাখাই সড়কে বড্ডা পাড়া গরু বাজারে সামনে রাস্তার পাশে দাঁড়ায় থাকলে বালু ভরা ট্রাকটারে ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার উপজেলা সদর ইউপি বড্ডা পাড়া গ্রামের সরাইল রাহমাতুল্লিল আলাআমীন দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রাহিম (৫০) গরু বাজারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক।শিক্ষক আব্দুর রাহিমকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেন। ঘাতক ট্রাক আটক রয়েছে চালক পালিয়ে গেছে।সরাইল থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
আপনার মন্তব্য লিখুন