১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

অরুয়াইল বাজারে মাটি নিচে ঘাটটি উদ্ধারের ঘোষণা ইউএনও’র

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ , ২৯ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)নতুন বছরে সবকিছুর ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে সরকারি সম্পত্তি ও মাটি নিচে ঘাটটি ব্যাপারে শুদ্ধি অভিযান চালানোর ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া। তিনি বিশেষ করে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে যত্রতত্র গড়ে উঠা দোকান ও মার্কেটের নানা বিষয় খতিয়ে দেখার ব্যাপারে অতি দ্রুত সময়ের মধ্যে ঘাটটি উদ্ধার করতে এ কঠোর বার্তা দেন।সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা আইনশৃংখলা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. মেজবা উল আলম ভূইঁয়া এ ঘোষণা দেন। উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া,সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকও কমিটির সদস্যেরা উপস্থিত ছিলেন।জানা যায়, আইনশৃঙ্খলা সভায় উপজেলার অরুয়াইল বাজারে সরকারি সম্পত্তি দখলের
নানা বিষয় নিয়ে আলোচনা করেন কয়েকজন সদস্য। কমিটির সদস্য সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ময়লা আবর্জনা ফেলে ঘাটলায় বাঁশ ফেলে শেষ জায়গা দখল করেছে। আগেই ঘাটলার উপরে নির্মাণ করে হয়েছে স্থাপনা। ময়লা আবর্জনায় ভরাট হওয়ার ফলে ঘাটলাটি এখন আর ব্যবহার করতে পারছেন না নিরহ ব্যবসায়ীরা। এতে হাজার হাজার মানুষের ভোগান্তি বেড়েছে।তাই সরকারি ঘাটলাটি দখলদারদের হাত থেক উদ্ধারের দাবি জানান।কমিটির সদস্য অরুয়াইল বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশাররফহোসেন ভূইঁয়া বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে বাজারে ব্যবহারের মত কোন ঘাট নেই। আমি বাজারবাসীর পক্ষ থেকে পুরানো ঘাট উদ্ধারের দাবি জানাই।এদিকে খোঁজ নিয়ে জানা যায়, গত চারদিন আগে একাধিক মিডিয়ায়”মাটির নিচে অর্ধকোটি টাকার ঘাট, অরুয়াইল বাজারে ভোগান্তিতে মানুষ। এমন তথ্যে রিপোর্ট হলে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন