ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সম্প্রতি সংগঠনের কম্বল বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকঞ্জি সামাজিক সম্প্রতি পূর্ব পাইকপাড়ার সভাপতি
আবু জাহিদ ঠিকাদারের সৌজন্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে শহরের পুর্ব পাইকপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ।এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সম্প্রতি কমিটির প্রধান উপদেষ্টা সোমেশ রঞ্জন রায়,সামাজিক সম্প্রতি কমিটির উপদেষ্টা মাহতাব হায়দার,সামাজিক সম্প্রীতি কমিটির সহসভাপতি বাবু গৌড় চন্দ্র সাহা,সামাজিক সম্প্রীতি কমিটির সাধারণত সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো আরজু,মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মিজান আনসারী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।এটি একটি মানবিক কাজ।আমরা সবসময়ই চাই অসহায় মানুষের জন্য কাজ করার জন্য।
এ সময় প্রধান অতিথি বলেন কেউ যদি সংগঠন করে তার উচিত সামাজিক সম্প্রীতি সংগঠনকে অনুসরন করা ।কিভাবে সমাজের জন্য কাজ করতে হয় সেটা তারা শিখতে পারবে এ সংগঠন থেকে । মানবিকতা সামাজিক সম্প্রীতি ছড়িয়ে যাক এ সংগঠনের মাধ্যমে।এ সময় ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন