ভাইস চেয়ারম্যান হয়ে সরাইলের মানুষের সেবা করতে চান হানিফ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সামর্থন চাইলেন উপজেলার পানিশ্বর এলাকার সন্তান তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হানিফ আহমেদ (সবুজ)।তিনি মূলত অতীতের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা থেকে দূরত্বের কারনে তাদের পাশে থাকার সুযোগটা কাজে লাগাতে চান। তবে তার এ উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূলের জনগোষ্ঠী ভোটারদেসমর্থন পেয়েই সফল হতে চান।সরাইল উপজেলার জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হয়ে জনগণের পাশে থেকে সেবা করতে চান।সরাইল গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ,দুঃখ-কষ্ট, হাসি-কান্না সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে এগিয়ে চলেছেন দুর্বার। সাধারণ মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে সর্বদাই অগ্রসর তিনি।তিনি পরিশ্রমী, পরোপকারী, উদ্দোমী যুবক, বিশিষ্ট ব্যবসায়ীও সমাজসেবক।আজ রাতেসরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যলয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের হানিফ আহমেদ জানায়, সরাইল উপজেলার জনগণের দোয়া ও সমর্থন নিয়েই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আমার পরিবারের কাছ থেকে শিখে নিয়েছি এলাকাবাসীর সেবা কি ভাবে করতে হবে। আপনাদের সামর্থন থাকলে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হয়ে সেবা করতে চাই।ইতিপূর্বে আমি সব সময় এলাকাবাসীর আপদে বিপদে সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার। কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। আমার বিশ্বাস আমাকে জনগণ সামর্থন দিবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি আমৃত আপনাদের সেবা করতে চাই। এ সময় ব্যবসায়ী হানিফ আহমেদ সবুজ বলেন,আমি সবার দোয়াওসহযোগিতা চাই।
আপনার মন্তব্য লিখুন