সরাইলে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) “বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্বি”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের “প্রজেক্ট” উপস্থাপনা করেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এসময় উপস্থিত হয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়ার সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আমেদুল কামাল, আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. বাবুল মিয়াসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি জনপ্রতিনিধি, সাংবাদিক। এসময় অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহন করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত প্রজেক্ট পরিদর্শন করেন। এতে সরাইল সরকারি কলেজ, আবদুস সাত্তার ডিগ্রি কলেজ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশ গ্রহন করেন। অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহন করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞান মনষ্ক প্রজেক্ট নির্মাণ করেছে। শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে চলার জন্য বিজ্ঞান মনষ্ক হয়ে উঠতে হবে। প্রতিটি শিক্ষার্থীদের নতুন প্রজন্মের প্রতি পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর আরো বেশি চর্চা ও গবেষণার আহবান জানান।কেননা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণার প্রয়োজন।আলোচনা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ১৮টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন, উপজেলা শিক্ষা অফিসার সহিদ খালেদ জামিল খান।
আপনার মন্তব্য লিখুন