১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আমি বলেছিলাম:পাঁচ বছরের জন্য আপনারা আমাকে কামলা রাখেন: এমপি মঈন উদ্দিন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , ২২ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের এমপি মো. মঈন উদ্দিন
মঈন বলেছেন,নির্বাচনের পূর্বে আমি বলেছিলাম : পাঁচ বছরের জন্য আপনারা আমাকে কামলা রাখেন,আমি আপনাদের কামলা হয়ে থাকতে চাই। কাম ভালো ভাবে করতে না পারলে পরবর্তী নির্বাচনে আমাকে বিদায় করে দিয়েন।সোমবার (২২ ফেব্রুয়ারি)বিকেলে সরাইল উপজেলা আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে। অত্র কলেজের ২৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।তিনি আরও বলেন,মানুষ উন্নয়ন চায়, আটটা ব্রীজের কথা বলে তিনি বলেন, সরাইলে প্রথম হবে এই আটটি ব্রীজ। একটু দেরী হবে অরুয়াইল- রানিদিয়া ব্রীজ ৬০ কোটি টাকা লাগলেও এই ব্রিজ হবে। তিনি বলেন,আমার কথা হয়েছে পানিশ্বর, আজবপুর,নসিংপুর- ধামাউড়া- দুবাজাইলের কাজ একনেকে হয়েছে।আমি যদি পাঁচ বছর হায়াতে থাকি এসব কাজ সবই করতে পারব’ইনশাল্লাহ’।
এমপি মঈন উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার উপজেলায় একটা করে, কলেজ অথবা মহিলা কলেজ সরকারি করেন। আমি প্রথম এইটার জন্য লড়াই করব। তিনি সকলের উদ্দেশ্য করে বলেন, দিন বদলের চলছে হাওয়া’ শিক্ষা আমাদের পরম চাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। অস্ত্রের বিরুদ্ধে ছাত্রদের হাতে কলম তুলে দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আবদুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি এড.মো.কামরুজ্জান আনসারী অনুষ্ঠানের বিশেষ অতিথি,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু.স্বাগত বক্তব্য রাখেন, আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া,অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভূইঁয়া,
অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আবু তালেব মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন