মুখে হাসি ভোট দিলেন বৃদ্ধা !
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) বয়সের বাড়ে নানা রোগে আক্রান্ত সমিরন বেগম (৮১)। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। ( ছবি তোলা নিষেধ করেন তিনি)
রবিবার (৭জানুয়ারি ) বেলা ১২টার দিকে দ্বাদশ জাতীয় নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদ নির্বাচনে অংশ নিতে সরাইল উপজেলা পানিশ্বর ইউনিয়নের বগইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধূর সঙ্গে হাতে চেপে এসেছেন সমিরন বেগম।
সেখানে অন্যের হাতে চেপে ভোট দেন তিনি।বৃদ্ধা সমিরন বেগম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন এলাকার।সরেজমিনে দেখা যায়,তাকে দেখে দুইজন নারী আনসার সদস্য সামনে এগিয়ে যান এবং বৃদ্ধা সমিরন বেগম হাত চেপে করে ভোট কক্ষের মধ্যে প্রবেশ করেন। সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দেন এই বৃদ্ধা। রবিবার(৭ জানুয়ারি) পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর হাই স্কুল এন্ড কলেজের কেন্দ্রের সমিরন বেগমের মতো ভোট দিতে এসেছেন আরও অনেকেই।এর মধ্যে এক বৃদ্ধা মহিলার মুখে হাসিতে বলেন, বাবা বয়স আর নাই। শরিল ভাল না তবেও আইছি ভোট দিতে। অনেক সুন্দর ভাবে ভোটটা দিলাম।
হাতে চেপে ভোট দিয়ে বৃদ্ধা সমিরন বলেন,খুব ভালো লাগছে। আল্লাহ আর কতদিন বাঁচাবে জানি না, মনে হয় এটাই জীবনের শেষ ভোট দিয়ে গেলাম। আমার মনের ইচ্ছা পুত্রবধূকে জানিয়েছিলাম। সে হাতে করে নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তার পুত্রবধূ বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে অসুস্থ। বয়সের ভারে হাঁটতেও পারেন না। ভোটের আগে চারিদিকে মাইকে প্রচার-প্রচারণা শুনতে পেয়ে ভোট দেবার ইচ্ছা পোষণ করে। আমরাও মায়ের কথায় সম্মতি জানিয়ে ভোট দিতে নিয়ে এসেছি। এখানে দায়িত্বরা সব ধরণের সহযোগিতায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।এদিকে আজ রবিবার সকালে সরাইল উপজেলা উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পরিদর্শন এসেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমন। এসময় সঙ্গে ছিলেন, জেলা পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন। সরাইল- সার্কেল সহকারী পুলিশ সুপার মো.রকিবুল হাসান, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম।
উল্লেখ্য, এ দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন। এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়ন।
ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনে- ৪ লাখ ১০ হাজার ৭২ জনওএকজন হিজড়া ভোটার। ভোটারের মধ্যে নারী ১ লাখ ৯২ হাজার ৬৭৬ জন ও পুরুষ ২ লাখ ১৭ হাজার ৩৯৫জন। ভোগ গ্রহনের জন্য ১৩২টি কেন্দ্র। সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ৮৪টি ভোট কেন্দ্রৃে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে।
আপনার মন্তব্য লিখুন