ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে গুলি করে হত্যার হুমকি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়ায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হত্যার হুমকি দেয়ার অভিযোগে আশুগঞ্জের তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। হুমকি পাওয়া তারুয়ার দাই মোল্লার বাড়ির জামির হোসেন(৩৫) শনিবার আশুগঞ্জ থানায় এই ডায়েরী করেন।জামির ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ)আসনের স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের মো: মঈন উদ্দিন মঈনের সমর্থক। জিডিতে অভিযুক্তরা হচ্ছেন চেয়ারম্যান বাদল সাদির (৫৫) ও তার স্ত্রী নাদিমা বেগম (৫০)। চেয়ারম্যান পরিবার আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জিয়াউল হক মৃধার সমর্থক।
জিডিতে বলা হয়,শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তারুয়া খাঁ বাড়ির সামনে অবস্থানকালে তাকে বাদল সাদির হুমকী দিয়ে বলেন- কলারছড়ি প্রতীকের পক্ষে ভোট দিলে জানে মেরে ফেলবো। ওইদিনই দুপুর সাড়ে ১২ টায় ফেসবুক মেসেঞ্জারে বাদল সাদিরের ছেলে জামিরকে কল দিয়ে গুলি করে হত্যার হুমকী দেয়। এসময় পাশে থেকে তার মা নাদিমা বেগমও অকথ্য গালাগাল করে হুমকী দেন জামিরকে। এব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক জানান-এ ব্যাপারে দুইটা জিডি হয়েছে। জিডির তদন্ত হবে। থানা বিষয়টি দেখছে।
আপনার মন্তব্য লিখুন