১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ছাত্রলীগের মিছিলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকদের ইট-পাটকেল নিক্ষেপ: আহত ১০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহসহ ১০জন ছাত্রলীগ কর্মী আহত হয়।

জানা যায়, ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে শহরের টেংকের পাড় থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়।  

মিছিলটি শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, কোর্ট রোড, টি.এ রোড এলাকা হয়ে কাউতলী স্টেডিয়াম এলাকায় যায়।

মিছিলটি স্টেডিয়াম এলাকা অতিক্রম করার সময় কাঁচি মার্কার প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র সমর্থকরা গালমন্দ ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে আহত হয় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহসহ ১০জন ছাত্রলীগ কর্মী। এসময় ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে ধাওয়া দিলে পালিয়ে যায় কাঁচি মার্কার প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র সমর্থকরা। পরে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে শহরের টেংকের পাড় থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। এসময় মিছিলটি স্টেডিয়াম এলাকা অতিক্রম করার সময় কাঁচি মার্কার প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র সমর্থকরা বিভিন্ন ধরনের উস্কানীমূলক গালমন্দ ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। আমরা দ্রুতই জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবিষয়ে অভিযোগ দিবো।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি।  

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন