১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ডিবি পরিচয়ে অপহরণ পূর্বক অর্থ আদায় চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এনই আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে অপহরণ পূর্বক অর্থ আদায় চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গত ৩০ ডিসেম্বর দুপুর অনুমানিক ১ ঘটিকায় ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন
সুলতানপুর চৌধুরী মার্কেট হতে বেকারীর মালামাল ক্সতরি করার জন্য পিকআপ ভ্যানে ২০ বস্তা চিনিসহ ভাদুঘর এলাকাধীন
ভিআইপি বেকারীর দিকে যাওয়ার পথে সুলতানপুর বড় মসজিদের রাস্তার উপর ৬ জন ব্যক্তি ৩টি মোটরসাইকেল যোগে এসে ভিকটিমের পিকআপ গাড়ীর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কৌশলে পিকআপসহ ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে, আসামীরা ভিকটিমকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট থাকা নগদ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় ও বিকাশের মাধ্যমে আরো ৩৯ হাজার ২২০ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনায় ভিকটিমের বোন জামাই বাদী হয়ে গত ০২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সরকারি কর্মচারি পরিচয়ে অপহরণ পূর্বক অর্থ আদায়ের একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩, তারিখ- ০২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ,ধারা-১৪৩/১৭০/৩৪১/৩৬৩/৩২৩/৩৭৯/৩৮৫/৩৮৬/৫০২(২) পেনাল কোড।

উক্ত ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্তশুরু করে এবং
গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ৪জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ১ নং আসামী শেখ অবুজসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শেখ অবুজ (২৫), পিয়াস(৩০), শেখ সবুজ(২৮), শিপন মিয়া(২৮), হৃদয় (২৩), এবং আওয়াল মিয়া (৪০)।

উল্লেখ্য, ধৃত আসামীদের নামে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, যেকোন ধরনের অপরাধীদের
গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন