ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৬০) পরিচয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে বৃদ্ধের লাশটি হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে ২৫ ডিসেম্বর রাতে সরাইল বিশ্বরোডস্থ ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে হাসান মিয়া নামের এক ব্যক্তি অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গত সোমবার রাতে এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলে বুধবার রাতে ওই বৃদ্ধ মারা যান৷
তিনি আরও বলেন, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত না হলে, আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন