মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে প্রচারণা করায় আক্তার হোসনকে কারন দর্শানোর নোটিশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে প্রচারণায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. আক্তার হোসনকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের একটি কারন দশানো নোটিশ দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হয়ে দ্বাদশ নির্বাচনে আওয়ামীলীগে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করায় আওয়ামীলীগের গঠনতন্ত্রে ৪৬ ক ধারা মোতাবেক তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিন দিনের মধ্যে কারন দশানোর জন্য নির্দেশ প্রদান করা হল।
নোটিশ প্রদান করেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর মিরধা।
আপনার মন্তব্য লিখুন