তেরকান্দা গ্রিণলিফ কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল বার্ষিক ফলাফল প্রকাশ ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা তেরকান্দা গ্রিণলিফ কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের বার্ষিক পরিক্ষার ২০২৩- ফলাফল প্রকাশ, গুণিজন সংবর্ধনা,পুরষ্কার বিতরণ এবং অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।(২৬ ডিসেম্বর) মঙ্গলবার সকালে ১১ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে অবস্থিত বিদ্যালয়ের ক্লাশ রোমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রিণলিফ কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল সাবেক অধ্যক্ষ মো. গোলাপ মিয়া হাজারীর সভাপতিত্বে, মো. মনিরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. তাসলিম উদ্দিন, অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ব্যবস্থাপনা)মোহাম্মদ বকুল মিয়া হাজারী, অনুষ্ঠানে যাদেরকে সংবর্ধিত হয়েছেন, মো. আব্দুল মজিদ মাষ্টার,মো.সাইদুর রহমান মাষ্টার।সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো.তাসলিম উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন, সব শিক্ষার্থীর মেধা এক রকম নয়। একেক জনের মেধা একেক রকম হয়। আর এই মেধার বিকাশ ঘটিয়ে ভালো মানের একজন শিক্ষার্থী গড়ে তুলতে পারে একজন ভালো শিক্ষক। আমি মনে করি তেরকান্দা গ্রিণলিফ কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল।অনেক ভালো মানের শিক্ষক রয়েছে। আর এই শিক্ষকেরা এলাকার শিক্ষার্থী ভর্তি করিয়ে তাদের নিজেদের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে ভাল ফলাফল বয়ে আনছে যা সত্যিই প্রশংসনীয়।এ সময় আরও বক্তব্য রাখেন,মো.আলি আজম,মো.ফরিদ উদ্দিন মৃধা,আব্দুল আহাদ টিনু, মো.নুরুজ্জামানসহ শিক্ষার্থী অভিভাবক ও তেরকান্দা গ্রামের গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দগন পুরস্কার বিতরণ ও ক্রেস্ট তুলে দেন। এবং প্রবীণ শিক্ষক দুইজনকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
আপনার মন্তব্য লিখুন