১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

জামাই-শ্বশুরের’ভোট যুদ্ধে’ সুযোগে’ মঈন উদ্দিন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) নৌকার কোনো প্রার্থী নেই, জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে ভোটের মাঠে রেজাউল ইসলাম ভূঁইয়া, ঈগল প্রতীক নিয়ে ভোট চাইছেন তার শ্বশুর জিয়াউল হক মৃধা। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের মনোনয়ন নিয়ে টানাটানিতে বিভ্রান্ত আওয়ামী লীগ ও তাদের জোট শরিক অন্যান্য দলের স্থানীয় নেতাকর্মীরা। এরমধ্যে সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন। ভোটের মাঠে জামাই-শ্বশুরের’ভোট যুদ্ধে’ সুবিধায় রয়ছে ‘কলাছড়ি মার্কার’ মঈন উদ্দিন। পক্ষে দলীয় অঙ্গসংগঠনের বেশ অংশ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।তাদের একজন মো. সাব্বির বলেন, এভাবে যদি জামাই-শশুর দুই জন নির্বাচনে প্রচারণা চালান। আর ভোটের মাঠে তার ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। এবং এখানে যেহেতু নৌকার কোনো প্রার্থী নেই, তাই কলা ছড়ি এখানে বড় একটা সুযোগ করে নেবে। গতকাল সন্ধ্যায় দ্বাদশ জাতীয় নির্বাচন’কে সামনে রেখে নিজ এলাকার জনসাধারণের সাথে পরামর্শ সভা করছেন। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা। এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।জামাই-শ্বশুরের ভোট যুদ্ধে: এড. জিয়াউল হক মৃধা ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে বিএনপিবিহীন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এক আওয়ামী লীগ নেত্রীকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন তিনি। আসন্ন দ্বাদশ নির্বাচনে ও দলীয় মনোনয়নে লাঙ্গল প্রতীক মো.রেজাউল ইসলাম ভূঁইয়া দলের মনোনয়ন নেন। জিয়াউল হক মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা: ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে সরাইল-আশুগঞ্জে। প্রায়-৪ লাখ ৭২ হাজার ভোটারের এ আসনে লাঙ্গল ও স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদের ২৪৪ আসন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্ব দিয়েছেন নির্বাচন কমিশন।১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তা এই প্রতীক বরাদ্ব দেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মৃধা পেয়েছেন ঈগল। স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন মঈন পেয়েছেন কলার ছড়ি, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া পেয়েছেন লাঙ্গল, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আবুল হাসনাত পেয়েছেন মিনার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. রাজ্জাক হোসেন পেয়েছেন আম, তৃণমূল বিএনপির মাইনুল হোসেন তুষার পেয়েছেন সোনালী আঁশ, ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ফুলের মালা প্রতীক। এদিকে সরাইল উপজেলা আওয়ামী লীগের অনেক নেতার সাথে কথা হলে তারা জানান। আমাদের আওয়ামী লীগের নৌকার কোনো প্রার্থী নেই,।দ্বাদশ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসবের নির্বাচন করতে। ভোটারদের ভোটদানে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের উৎসব শুরু হয়েছে। তারা বলেন,দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। দল যেভাবে দিকনির্দেশনা দিবে আমরা সেভাবেই নির্বাচন করব। এর মধ্যে অনেকে বলেছেন। এখনো পর্যন্ত আমরা দলের কোন সিদ্ধান্ত বা পরামর্শ পাইনি। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানান তারা। এমসয় দাড়িয়ে থাকা এক নেতা বলেন, যাইহোক আপনারা অপেক্ষা করুন কিছু দিন পরে চমৎকার ভাবে নতুন ম্যাজিক আসছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন