ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে গৃহবধূর আত্মহত্যা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে সুমা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামে উত্তর পাড়া এই ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
সুমা আক্তার উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাংগাল গ্রামের আরজু মিয়ার মেয়ে ও ওমান প্রবাসী মামুন মিয়ার স্ত্রী।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২ বছর আগে সুমাকে উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামে উত্তর পাড়া এলাকার জামাল মিয়ার ছেলে ওমান প্রবাসী মামুন মিয়ার সাথে পারিবারিক ভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে যৌতুকের টাকা জন্য স্বামী, শ্বাশুড়ি ও ননদ প্রায়ই মারধোর করতো। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে আজকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে সুমা আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানের চিকিৎসক সুমাকে মৃত ঘোষণা করে।
সুমার দুলাভাই শরীফ আহমেদ বলেন, সুমা কোন দিন আত্মহত্যা করতে পারে না। সুমাকে হত্যার পর শ্বশুর বাড়ির লোকেরা ফাঁসিতে ঝুলিয়েছে। এ হত্যা কান্ডের সাথে জড়িত সকলের শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপনার মন্তব্য লিখুন