সরাইলে বীর শহীদদের প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনগণ। শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মো.মেজবা উল আলম ভূঁইয়া। পরে সংরক্ষিত আসনের এমপির পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা জানান।সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, পুলিশের পক্ষে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সরাইল-সার্কেল) এর এএসপি মো.রকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম,সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনর্চাজ আকুল চন্দ্র বিশ্বাস। সরাইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. নাজমুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, সাংবাদিক এমডি জালাল মিয়া,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সরাইল উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ।আরও শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি, আনসার ও ভিডিপি, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা পরিবার পরিকল্পনা,সদর আওয়ামী লীগ,ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।পরে সকাল সাড়ে ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।পুলিশ,আনসার- ভিডিপি, ফায়ার সার্ভিস ও স্কুল, কলেজ,বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার, গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়। এ পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম(শিউলি আজাদ) এমপি।কুচকাওয়াজের পর শিশু কিশোরদের শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১ টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা ও আলোচনা সভায়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবা উল আলম ভূঁইয়া। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আপনার মন্তব্য লিখুন